ক্রঃনং | সেবা সমূহ | সেবা গ্রহণকারী | সেবা প্রদানের সময়সীমা |
০১ | ছাত্র ছাত্রীদের মাঝে উপবৃত্তি বিতরণ সংক্রান্ত যাবতীয় তথ্য ও নিয়মাবলী | দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রী | প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, অফিস চলাকালীন সময়। |
০২ | বিনামূল্যে সরকারী পাঠ্যপুস্ত বিতরণ | সকল ছাত্র ছাত্রী | প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, অফিস চলাকালীন সময়। |
০৩ | শিক্ষকদের মেধা বিকাশের মাধ্যমে দক্ষতা অর্জনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় প্রেরণ/ প্রদান | সকল শিক্ষক | অফিস সময়ে |
০৪ | প্রতিষ্ঠান পরিচালনায় কার্যকরী কমিটি গঠন, অবকাঠামো সহ যাবতীয় প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সরকারী বিধি মোতাবেক সহযোগিতা ও পরামর্শ প্রদান। | প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার | অফিস সময়ে |
০৫ | শিক্ষক নিয়োগ ,বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন পাবলিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি, সরকারী মেধাবৃত্তি ও ফলাফল বিষয়ক সহযোগিতা। | শিক্ষক অভিভাবক জনগোষ্ঠি ও শিক্ষার্থী। | অফিস সময়ে। |
০৬ | মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অত্র উপজেলায় প্রতিষ্ঠান সমূহে সরকারী বিধি প্রতিপালনে একাডেমীক পরিদর্শন ,বিভিন্ন আভ্যন্তরিন পরীক্ষা রুটিন প্রনয়ন, শিক্ষার্থী ভর্তি সহ ফি নির্ধারনে বিধি মোতাবেক সহযোগিতা নিরীক্ষণ ও রিপোর্ট প্রদান। | প্রতিষ্ঠান ও স্টেক হোল্ডার। | অফিস সময়ে। |
০৭ | এছাড়া সরকারী অন্যান্য দাপ্তরিক কার্যক্রমে উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সহযোগিতা প্রদান | উদ্ধতন কর্তৃপক্ষ ও বিভিন্ন সরকারদিপ্তর সমূহ | অফিস সময়ে। |